১ জুলাই থেকে ফের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) সহ স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ কমতে পারে। সে ক্ষেত্রে পিপিএফের সুদের হার ৭ শতাংশের তলায় নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই জুলাই থেকে সেপ্টেম্বর মাসে স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার কত হবে কেন্দ্র তা ঘোষণা করবে।
সাধারনত চাকরীজীবি ও অবসরপ্রাপ্তরা স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করেন থাকেন সুদ প্রাপ্তির জন্য। কিন্তু সুদের হার দিন দিন কমে যাচ্ছে। PPF এ বিনিয়োগকারীদের বেশি অংশই সরকারী কর্মী। কিছুদিনের মধ্যেই ঘোষনা হবে স্বল্প সঞ্চয়ে সুদের হার। যা খবর তাতে খুব একটা স্বস্তির খবরর নেই জন সাধারনের জন্য।
<a href="http://“>Buy From Amazon with special discount
এর আগে করোনাভাইরাসের অতি মহামারীর একেবারে সূচনাকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক গত ৩১ মার্চ এইসব প্রকল্পে সুদের হার ০.৭০ শতাংশ থেকে ১.৪০ শতাংশ কমানোর কথা জানিয়েছিল। যার ফলে পিপিএফের সুদের হার ৭.৯ শতাংশ থেকে কমে ৭.১ শতাংশ হয়েছিল। এবার পরিস্থিতি পর্যালোচনা করে পিপিএফে সুদের হার আরও কিছুটা কমতে পারে। সে ক্ষেত্রে তা ৭ শতাংশের তলায় চলে যেতে পারে।