মালদা জেলার পর জলপাইগুড়ি জেলাতেও SI দের নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিজের স্থায়ী ঠিকানার অন্যত্র জেলাতে শিক্ষকতা করেন তাদের মধ্যে যারা বদলি নিতে চাইছেন তাদের তালিকা তৈরি করার জন্য। যদিও তা শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্যই।
অনেক দিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিজের জেলায় বদলি করা হবে। তারপর থেকে শিক্ষক শিক্ষিকারা আশা দেখতে থাকেন। পরবর্তিতে বিভিন্য প্রক্রিয়া নিয়ম কানুন ও তথ্য সংগ্ৰহ শুরু হয়। যদিও পরবর্তি সময়ে বদলি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
<a href="http://“>Buy with Discount

প্রাথমিক শিক্ষকদের জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে এমন দাবী উঠছে তাহলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরের ক্ষেত্রে কি হবে। বিভিন্ন social media তে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। বদলির ক্ষেত্র গুলি অনেকদিন থেকেই বন্ধ। সেইদিক থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের বদলি শুরু করাই উচিৎ বলে শিক্ষকদের সামাজিক মাধ্যম গুলো দাবী করছে। কিছুমাস আগে iOSMS site এ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ঠিকানা Update করতছ বলার পর থেকেই ভাবা হচ্ছিল এবার বুঝি বদলি প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কিভাবে হবে তা জানা যায়নি বা শুরু হয়নি।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে Staff Pattern এর সমস্যা থাকায় বদলি কিভাবে তার নিয়ম এখনো ঠিক হয়নি। নিজ জেলায় বদলি সর্বক্ষেত্রেই শুরু করা উচিৎ।